Monday, 16 February 2015

সাপ, ইঁন্দুর ও নেউলের গল্প

একবার একটা গর্তে একটা ইঁন্দুর থাকত। একদিন একটা নেউল সেই গর্তের সামনে হাজির হলো, আর ঠিক সেই সময়েই সেখানে একটা সাপ এসে সেখানে হাজির হল। তারা দুজনেই ইঁন্দুরের সন্ধানে সেখানে এসেছিলো। কিন্তু সাপকে দেখেই নেউল আর সাপে লড়াই লেগে গেলো। তাদের আর কারোই ইঁন্দুর মারার কথা মনে রইল না। গর্তের ইঁন্দুর এদের যুদ্ধে ব্যস্ত দেখে তার গর্ত থেকে বেরিয়ে এলো! অমনি সাপ আর
নেউল লড়াই থামিয়ে তাদের নিজেদের ঝগড়া ভুলে দুজনে একসাথে ইঁন্দুরটির উপর ঝাপিয়ে পড়ল।
নীতিকথা= জাত শত্রুরাও স্বার্থের জন্য পরস্পর জোট বাঁধে।